হোম পিছনে ফিরে যান

কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

gramerkagoj.com 3 দিন আগে

প্রকাশ : শুক্রবার, ৫ জুলাই , ২০২৪, ০৮:৪৪:০০ পিএম

যশোরে সোহান পারভেজ নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চাকুসহ কিশোর গ্যাং চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হামিদপুর গ্রামে। ভিকটিম সোহান পারভেজ ভায়না দক্ষিণপাড়ার কানিজ ফাতেমার ছেলে।
আটকরা হলেন ভায়না সরদারপাড়ার মিরাজ আলী, হামিদপুর পশ্চিমপাড়ার সেহজান মাহমুদ, চাঁচড়া চেকপোস্ট এলাকার মাহিন হোসেন এবং বাঘারপাড়া উপজেলার বধুপুর ছাতিয়ানতলার এহসান খন্দকার। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
সোহানের মা কানিজ ফাতেমা এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা প্রায়ই তার দোকান থেকে সিগারেট বাকিতে নিয়ে টাকা দেন না। টাকা চাইলে নানা হুমকি দেন। এই নিয়ে তার ছেলেকে অপহরণ করে মারপিট করা হবে বলে হুমকি দেন। তার কাছে ১০ হাজার টাকাও দাবি করেন আসামিরা। বৃহস্পতিবার আলহেরা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে বের হন ছেলে সোহান। পর দুপুর দুটোর দিকে তারাগঞ্জ বিহারি কলোনির সামনে থেকে জোর করে তাকে একটি ইজিবাইকে উঠিয়ে হামিদপুর গ্রামের একটি চায়ের দোকানের পেছনের নিয়ে যান আসামিরা। সেখানে নিয়ে সোহানকে মারপিট করেন তারা। পরে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা চেয়ে মোবাইলে বিষয়টি তাদেরকে জানানো হয়। বিষয়টি চাঁনপাড়া ক্যাম্পে জানালে পুলিশ গিয়ে ওই চারজনকে আটক করে।
চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হুমায়ুন আহমদ জানান, সোহানের মা অভিযোগ দেওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান তারা। কিশোর গ্যাংয়ের সদস্যরা কোনো কিছু বুঝে উঠার আগেই তাদের চাকুসহ আটক করা হয়। ওই চাকু তারা অনলাইন প্রতিষ্ঠান দারাজ থেকে কিনেছেন বলে জানান। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

People are also reading