হোম পিছনে ফিরে যান

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতির কাছে চাঁদা দাবির মামলায় বীরমুক্তিযোদ্ধার সন্তান আটক

gramerkagoj.com 3 দিন আগে

প্রকাশ : শুক্রবার, ৫ জুলাই , ২০২৪, ০৯:৩৮:০০ পিএম

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যশোর জেলা সভাপতি কামরুজ্জামানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক কামরুজ্জামান রিপন নিজেও বীরমুক্তিযোদ্ধার সন্তান। তিনি কাজীপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রঞ্জন কুমার মালো তাকে আটক করে শুক্রবার আদালতে সোপর্দ করেন। বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি মামলার বাদী কামরুজ্জামানকে সভাপতি করে জেলা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে কামরুজ্জামানের কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি করে আসছিলেন রিপনসহ আরও কয়েকজন। টাকা না দিলে ক্ষতি করার হুমকি দিচ্ছিলেন তারা। এরপর যশোরের সমালোচিত আনোয়ারুল কবীর ফেসবুকে কামরুজ্জামানকে নিয়ে অপ্রীতিকর লেখা পোস্ট করেন। বাদী কামরুজ্জামানের বাবা মোজাহার আলীকে রাজাকার আখ্যায়িত করা হয়।
ওই পোস্টে উল্লেখ করা হয়, কামরুজ্জামান নিজেকে মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে পরিচয় দিয়ে যশোর আদালতে পিয়নের চাকরি নিয়ে বর্তমানে জারিকারক হিসেবে কর্মরত রয়েছে। তিনি কোটি কোটি টাকা মালিক হয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের শাসন করছেন বলে উল্লেখ করেন আনোয়ারুল কবীর। এছাড়া আটক কামরুজ্জামান রিপনসহ আরও কয়েকজন তা ফেসবুকে শেয়ারও করেন। এতে সভাপতি কামরুজ্জামান আদালতে চাঁদা দাবি ও মানহানির অভিযোগে মামলা করেন।
মামলাটি কোতোয়ালি থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন বিচারক। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। পুলিশ রিপনের উপস্থিতি টের পেয়ে তাকে আটক করে আদালতে সোপর্দ করে। অন্যরা পলাতক রয়েছেন।

People are also reading