হোম পিছনে ফিরে যান

চাঁদপুরে একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপারের

risingbd.com 2 দিন আগে

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৯ জুন ২০২৪  

চাঁদপুরে একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপারের

চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকায় একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) নামক সাপ। সর্বশেষ  শহরের পুরানবাজার হরিসভা এলাকার মেঘনা নদীর পাড়ে দেখা মিললো আরও একটি রাসেলস ভাইপার সাপের।

Google news

শনিবার (২৯ জুন) শহর রক্ষা বাঁধের জিও ব্যাগ ভর্তি বালুর বস্তার ওপর এ সাপটির দেখা মেলে।

স্থানীয় তাপস পোদ্দার বলেন, স্থানীয়রা সকালে গোসল করতে নদীতে নামার সময় রাসেলস ভাইপার সাপটি দেখেন। পরে এটিকে জাল দিয়ে পেঁচিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। হরিসভা এলাকায় এবারই প্রথম রাসেলস ভাইপার সাপের দেখা মিললো। 

এদিকে এর আগে চাঁদপুর সদর, শাহরাস্তি ও মতলব উত্তরে বেশ কয়েকটি রাসেলস ভাইপার সাপ কৃষিজমিতে দেখার পর কৃষকরা পিটিয়ে মারের। এ খবরগুলো গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

People are also reading