হোম পিছনে ফিরে যান

বৃদ্ধের শরীরে এসিড নিক্ষেপ, পিতা-পুত্র গ্রেপ্তার

u71news 2024/10/6
২০২৪ জুলাই ০৬ ১৫:৫৮:২২

চাটমোহর প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আব্দুর রহিম (৬৫) নামের এক বৃদ্ধের শরীরে ব্যাটারির এসিড নিক্ষেপের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা পিতা-পুত্র। তারা হলেন, উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামের শহিদুল ইসলাম শহিদ সরদার ও তার ছেলে হাফিজুর রহমান। প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার ভোররাতের দিকে জমিজমা সংক্রান্ত জেরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে বৃদ্ধ আব্দুর রহিমের শরীরে ব্যাটারির এসিড নিক্ষেপ করে প্রতিপক্ষ। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

ভূক্তভোগী আব্দুর রহিম জানান, বেশকিছুদিন ধরে একই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম শহীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল আব্দুর রহিমের। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি।

বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে শহিদুল ইসলাম, তার দুই ছেলে শফিকুল ও হাফিজুরসহ বেশ কয়েকজন আব্দুর রহিমকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের বাইরে নিয়ে আসে। এরপর আব্দুর রহিমের শরীরে এসিড (ব্যাটারির পানি) নিক্ষেপ করে পালিয়ে যায়।

এতে বৃদ্ধ আব্দুর রহিমের গলা থেকে কোমড় পর্যন্ত শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে। আহত আ. রহিমের ভাই আব্দুল আজিজ বাদি হয়ে ৭ জনকে বিবাদী করে মামলা দায়ের করেছেন। এদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাদি আসামীদের গ্রেপ্তারের চেস্টা চলছে।

(এস/এসপি/জুলাই ০৬, ২০২৪)

People are also reading