হোম পিছনে ফিরে যান

কলেজছাত্র হত্যার ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা

dainikshiksha.com 2 দিন আগে
‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত’ - dainik shiksha

ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে আসিফ রহমান লিয়ন (২৪) নামে এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় ১৭ জনের নামসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (২৯ জুন) রাতে নিহতের বাবা শাহ আলম জোমাদ্দার বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছেন। 

শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা মেডিক কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিয়ন।

এর আগে গত ২৭শে জুন বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি এলাকার কাটাখালি বাজারে পূর্বপরিকল্পনা অনুয়ায়ী ১৫-২০ জনের একটি দল হামলা চালায় তার ওপর। হামলায় লিয়নের পেটের ডান পাশে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। এ সময় নিহত লিয়নের ভাই অনিকের ও মাথা ফেটে যায়। লিয়ন কাটাখালি বাজারের বাসিন্দা মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। 

রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমান জানান, এ ঘটনায় মামলায় নিহতের পিতা বাদী হয়ে ১৭ জনের নামসহ অজ্ঞাত ৮-১০ জনের নামে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

People are also reading