হোম পিছনে ফিরে যান

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ২৫

u71news 3 দিন আগে
২০২৪ জুলাই ০৫ ২০:৩২:৫২

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। দিনাজপুরে আম বোঝাই ট্রাক ও নাবিল পরিবহণের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ২১ জন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

অপরদিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে গরুবাহী ভটভটি (নছিমন) মুখোমুখি সংঘর্ষে ভটভটি চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালকসহ ৪ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫ টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর দইসই ( আরিয়ান পেট্রোল পাম্প সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রপাটি গ্রামের সুরা ইসলামের ছেলে হাসু ( ৩২), বাসের সুপারভাইজার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে মোহাম্মদ আলী (৫২), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামের মমিনুর ইসলামের মেয়ে সায়মা মেহনাজ ( ৫ মাস), বোচাগঞ্জ উপজেলার জাহিদ হাসানের মেয়ে বিভা ( ১০) ও দিনাজপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের সদেশ রায় (২৩)।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ভোর আনুমানিক সাড়ে ৫ টায় শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) সঙ্গে বিপরীতমুখী আম বোঝাই অপর একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩)এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) নিহত হয়।

পরে আহত ২৫ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত দুই শিশুসহ আরো ৫ জন মারা যান। দুর্ঘটনা কবলিত কোচ ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।

এবিষয়ে আইনানুগ ব্যবস্থা আগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, দুর্ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত ৫ মাসের শিশু সায়মা মেহনাজ এর পিতা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামের দুর্ঘটনায় আহত মমিনুর ইসলাম জানান,তারা দিনাজপুর ফুলবাড়ী বাসস্টপে নেমে অটো-বাইকে বাড়ি ফিরার কথা ছিলো। তার স্ত্রী ও আরেক ৫ বছরের ছোট ছেলেও ও এই দুর্ঘটনায় আহত।

শিশু সন্তানের মৃত্যুর পর তারা আহত হলেও হাস্পাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন।

সন্তানের দাফন-কাফন করার জন্যেই। তারা এক আত্মীয় ও বাড়ি থেকে গ্রামে ফিরছিলেন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদগীন আহত মফিজুল ইসলাম (৪০) জানালেন,তিনি বোচাগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন। তার ঘুমন্ত অবস্থায় এই দুর্ঘটনা ঘটেছে। তাই,প্রথমে তিনি এই ভয়াবহ দুর্ঘটনাকে দু:স্বপ্ন ভেবেছিলেন। এখন বাস্তবে হাসপাতালে নীত।

অপরদিকে ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের পারুইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ভটভটি চালক মেনহাজুল (৪০) এবং একই থানার বালিঘাটা ইউনিয়নের নওনা গ্রামের গরু ব্যবসায়ী আমান (৪৫)।

গুরুতর আহতরা হলেন বগুড়ার ট্রাক চালক রবিউল ইসলাম (৪০), ভটভটিতে থাকা গরু ব্যবসায়ী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওনা গ্রমের সিরাজ উদ্দিনের ছেলে জয়নাল হোসেন (৬০), একই গ্রামের শরিফুলের ছেলে নজরুল হোসেন (৪৫) ও পারইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে ফরিদ (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে ফুলবাড়ী থেকে একটি খালি ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় অপরদিক থেকে আসা আমবাড়ি হাট থেকে ৯টি গরু নিয়ে একটি ভটভটি (নছিমন) ফুলবাড়ী হয়ে পাঁবিবি যাওয়ার পথে ফুলবাড়ী শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উত্তর সুজাপুর এলাকায় এলে মহাসড়কের বাঁক ঘুরতে গিয়ে গাড়ী দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এ ঘটনায় আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানায়, এ দুর্ঘটনায় ভটভটি (নছিমন) চালক মেনহাজুল ও গরু ব্যবসায়ী আমান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ট্রাক চালক ও তিন গরু ব্যবসায়ীকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

(এসএএস/এএস/জুলাই ০৫, ২০২৪)

People are also reading