হোম পিছনে ফিরে যান

KKR vs DC: দিল্লির বিরুদ্ধে কেকেআরে নতুন বিদেশীর অভিষেক! বোলিংয়ে কী সুসময় ফিরবে কেকেআরের

news18.com 2024/5/16

Kolkata Knight Riders: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করে হারের ক্ষত দীর্ঘ দিন বয়ে বেড়াতে হবে কেকেআরকে। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। জয়ে ফিরতে মরিয়া নাইটরা।

News18 Bengali

01 07

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করে হারের ক্ষত দীর্ঘ দিন বয়ে বেড়াতে হবে কেকেআরকে। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। জয়ে ফিরতে মরিয়া নাইটরা।

News18 Bengali

02 07

দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম চিন্তার কারণ হল বোলিং বিভাগের শোচনীয় খারাপ পারফরম্যান্স। ব্যাটাররা যত বড়ই টোটাল করুক না তা সেফ মনে হচ্ছে না কেকেআরের বোলারদের পারফরম্যান্স দেখে। একমাত্র ব্যতিক্রম সুনীল নারিন।

News18 Bengali

03 07

ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের বোলিংয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। গত ম্যাচে স্টার্কের চোট থাকায় পরিবর্তে খেলেছিলেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। তবে তিনিও ভার পারফর্ম করতে পারেনননি।

News18 Bengali

04 07

কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন তিনি। তবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

News18 Bengali

05 07

আরও একটি সম্ভাবনা রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে অভিষেক হতে পারে নতুন বিদেশীর। সুনীল নারিন পেতে পারেন নতুন সঙ্গী। কেকেআরের নতুন বিদেশী হিসেবে মাঠে নামতে পারেন আফগান মিস্ট্রি স্পিনার আল্লাহ গজনফর।

News18 Bengali

06 07

মুজিবুর রহমানের বদলে আফগানিস্তানেরই আর এই স্পিনারকে দলে নিয়েছিল শাহরুখের দল। আফগানিস্তানের হয়ে বছর ১৬-র স্পিনার আল্লাহ গজনফর ৩টে টি-২০ এবং ২টি একদিনের ম্যাচ খেলেছেন এই তরুণ স্পিনার। ৬টা প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও আছে।

News18 Bengali

07 07

আফগান স্পিনার খেললে সেই জায়গায় বরুণ চক্রবর্তীকে বসানো হতে পারে।সেই জায়গায় খেলতে পারেন চেতন সাকারিয়া বা বৈভব অরোরা। আল্লাহ গজনফর খেললেন স্টার্ক বা দুষ্মান্তা চামিরার জায়গায়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে টসের পর।

  • First Published : April 29, 2024, 1:53 pm IST
  • 0107

    পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করে হারের ক্ষত দীর্ঘ দিন বয়ে বেড়াতে হবে কেকেআরকে। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। জয়ে ফিরতে মরিয়া নাইটরা।

  • 0207

    দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম চিন্তার কারণ হল বোলিং বিভাগের শোচনীয় খারাপ পারফরম্যান্স। ব্যাটাররা যত বড়ই টোটাল করুক না তা সেফ মনে হচ্ছে না কেকেআরের বোলারদের পারফরম্যান্স দেখে। একমাত্র ব্যতিক্রম সুনীল নারিন।

  • 0307

    ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের বোলিংয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। গত ম্যাচে স্টার্কের চোট থাকায় পরিবর্তে খেলেছিলেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। তবে তিনিও ভার পারফর্ম করতে পারেনননি।

  • 0407

    কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন তিনি। তবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

  • 0507

    আরও একটি সম্ভাবনা রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে অভিষেক হতে পারে নতুন বিদেশীর। সুনীল নারিন পেতে পারেন নতুন সঙ্গী। কেকেআরের নতুন বিদেশী হিসেবে মাঠে নামতে পারেন আফগান মিস্ট্রি স্পিনার আল্লাহ গজনফর।

  • 0607

    মুজিবুর রহমানের বদলে আফগানিস্তানেরই আর এই স্পিনারকে দলে নিয়েছিল শাহরুখের দল। আফগানিস্তানের হয়ে বছর ১৬-র স্পিনার আল্লাহ গজনফর ৩টে টি-২০ এবং ২টি একদিনের ম্যাচ খেলেছেন এই তরুণ স্পিনার। ৬টা প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও আছে।

  • 0707

    আফগান স্পিনার খেললে সেই জায়গায় বরুণ চক্রবর্তীকে বসানো হতে পারে।সেই জায়গায় খেলতে পারেন চেতন সাকারিয়া বা বৈভব অরোরা। আল্লাহ গজনফর খেললেন স্টার্ক বা দুষ্মান্তা চামিরার জায়গায়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে টসের পর।

People are also reading