হোম পিছনে ফিরে যান

ইউক্রেনের দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

banglatribune.com 2024/10/6

ইউক্রেনের ওডেসা অঞ্চলে দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রবিবার (৭ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেগুলো ধ্বংস করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশ করা একটি বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, ইউঝনে বন্দর এলাকায় এই হামলা হয়েছে। এতে একটি রাডার স্টেশনও ধ্বংস হয়েছে।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থায় কখন হামলা হয়েছিল তা স্পষ্ট করে জানানো হয়নি।

রাশিয়ার এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, রবিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছিল, রাশিয়া দুটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

People are also reading