হোম পিছনে ফিরে যান

Weather Update | উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি, তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের

uttarbangasambad.com 4 দিন আগে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে(North Bengal) মৌসুমী বায়ু সময়ের আগেই প্রবেশ করেছে। তার জেরে লাগাতার ভারী বৃষ্টি চলছে। সেই বৃষ্টি আরও কিছুদিন জারি থাকবে। এখনই সেই আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। উত্তরের পাঁচটি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তবে সোমবার থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে।

অন্যদিকে, আবহবিদরা জানাচ্ছে, দক্ষিণবঙ্গের(South Bengal) আকাশ দিনভর মেঘলা থাকবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলায়। তবে বৃহস্পতি এবং শুক্রবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতাতেও গত দু’দিন ধরে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। এদিনও তিলোত্তমায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হবে না, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

People are also reading