হোম পিছনে ফিরে যান

নিরঙ্কুশ জয়ে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি

channelionline.com 3 দিন আগে

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল থেকে দেখা গেছে, লেবার পার্টি ইতিমধ্যে ৩৫২ টি আসনে জয় লাভ করেছে। দেশটিতে সরকার গঠন করতে প্রয়োজন ৩২৬ টি আসন।

বিবিসি জানিয়েছে, নিরঙ্কুশ জয় নিশ্চিত করায় যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার নেতা কিয়ার স্টারমার। বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়ে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে দ্বিতীয় অবস্থানে থাকা ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি এখন পর্যন্ত মাত্র ৭৪ টি আসনে জয় লাভ করেছে। তৃতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৪৭ টি আসন।

নির্বাচনের আগে থেকেই লেবার পার্টির জয়ের আভাস পাওয়া গিয়েছিল। ভোটগ্রহণ শেষে প্রকাশিত বুথ ফেরত জরিপে বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস পাওয়া গেছে। জরিপে বলা হয়েছিল, দলটি ৪১০টি আসনে জয় পেতে পারে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি ১৩১টি আসনে জয় পেতে পারে।

এই জয়ে ২০১০ সালের পর আবারও ডাউনিং স্ট্রীট একজন লেবার প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। জয়ের পর স্টারমার বলেছেন, পরিবর্তনের সূচনা হলো। এখান থেকেই এটা আমাদের জন্য দেয়ার সময়।

People are also reading