হোম পিছনে ফিরে যান

ভারতের সঙ্গে চুক্তিতে সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা

newspostbd.com 2024/7/3

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে সব প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এটা জনসমর্থনবিহীন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। এই অবৈধ সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের ওপর নির্ভরশীল করে ফেলছে। ১০ সমঝোতা ও নথি সইয়ের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্বাক্ষর দেশের স্বার্থবিরোধী। এই সমঝোতাগুলো বিএনপি প্রত্যাখ্যান করে। এর বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী শুক্রবার সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সঙ্গে ১০টি সমঝোতা স্বাক্ষর ও নথি সই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এই অসম সমঝোতার বিরুদ্ধে আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। সরকার ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বার্থ আদায় করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। অভিন্ন নদীগুলোর পানির হিস্যা না পেয়ে সমঝোতা সই করছেন। তিস্তার পানি সবচেয়ে আগে দরকার, কিন্তু তিস্তা প্রকল্পের কাজ করতে চায় সরকার। কারণ, প্রকল্প হলে অনেক টাকা। সেই টাকাই তাদের আসল উদ্দেশ্য। এসব চুক্তিতে কোথাও এই হিস্যা নিয়ে একটা কথাও নেই। এ থেকে বোঝা যায়, আসলে এই সরকার দেশপ্রেমিক সরকার নয়, দেশবিরোধী সরকার।

তিনি প্রশ্ন রেখে বলেন, ভারত বাংলাদেশের চিকেন নেক বাদ দিয়ে ভেতর দিয়ে করিডোর তৈরি করায় দেশের লাভ কী? এতে সম্পূর্ণ লাভ ভারতের।

বিএনপি মহাসচিব বলেন, অভিন্ন নদীর পানির হিস্যা, সীমান্ত হত্যা, কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা, কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা, ওষুধসংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ, ভারতের ইনস্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, সমুদ্রবিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতাগুলোতে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। ভারতকে সব প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এটা রায়বিহীন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।

People are also reading