হোম পিছনে ফিরে যান

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

banglanews24.com 2 দিন আগে
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার সময় ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়

উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সফল হওয়ার আগেই বিস্ফোরিত হতে পারে।

সম্ভবত এর ধ্বংসাবশেষ ঝরে পড়ছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটি বলেছে।

সোমবার ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। এক দিন আগেই পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার পাল্টা এবং অপ্রতিরুদ্ধ জবাব দেওয়ার অঙ্গীকার করে।  

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, দক্ষিণ-পূর্ব উত্তর কোরিয়ার জাঙ্গিয়ন শহর থেকে উত্তর-পূর্ব দিকে ১০ মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়।

সামরিক বাহিনী বলেছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটার দূরে যায় এবং দ্বিতীয়টি যায় ১২০ কিলোমিটার। তবে ক্ষেপণাস্ত্র দুটি কোথায় পড়েছে, তা বলেনি। উত্তর কোরিয়া সাধারণত পূর্ব দিকের সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি খুব বেশি দূরে যায়নি।  

জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র লি সাং-জুন পরে এক ব্রিফিংয়ে বলেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সমস্যায় পড়তে পারে। এটি বিস্ফোরিত হতে পারে এবং এর ধ্বংসাবশেষ ভূমিতেই পড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

People are also reading