হোম পিছনে ফিরে যান

অন্যরা যা পড়ছে

sharebazarnews.com 2024/6/1

নিজস্ব প্রতিবেদক : টানা পতনের কবলে দেশের পুঁজিবাজার। কোনো ভাবেই যেন থামছে না পুঁজিবাজারের দর পতন। সরকার সহ নিয়ন্ত্রক সংস্থা বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে। সেখানে টানা দরপতনের কারণ কী। এমন প্রশ্ন বিনিয়োগকারীদের।

সাম্প্রতিককালে নিয়ন্ত্রক সংস্থা পরিবর্তন, পুঁজিবাজারে সরকারি শেয়ার ছাড়তে প্রধানমন্ত্রীর নির্দেশনা, রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির নতুন বিনিয়োগের খবরে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তবে গত কয়েক কার্যদিবস ধরে ফের টানা দরপতন শুরু হয়েছে। যদিও এই দরপতনের কোন কারণ খুঁজে পাচ্ছেন না সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে বাজার সংশ্লিষ্ট কেউই।

মুলত যেখানে পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে অর্থবিভাগকে কাজ শুরু করছে। এছাড়া পুঁজিবাজারে তারল্য সংকট সমাধানে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে ৫ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। এরকম ইতিবাচক খবরে যেখানে বাজার টানা উত্থানের কথা।

সেখানে টানা দরপতন রহস্য জনক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বাজার দরপতনের পেছনে কোন অদৃশ্য শক্তি কাজ করছে কিনা তা নিয়ন্ত্রক সংস্থার খুঁজে বের করা দরকার বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক কারণেই দরপতন চলছে। এ অবস্থায় কী করা উচিত জানতে চাইলে তিনি বলেন, এ অবস্থায় বিনিয়োগকারীদের উচিত শেয়ার বিক্রি না করে ধরে রাখা। তাদের আবেগী না হয়ে বাস্তববাদী হওয়া উচিত।

চলতি সপ্তাহের পাঁচ দিন টানা পতন অব্যাহত রয়েছে পুঁজিবাজারে।

People are also reading