হোম পিছনে ফিরে যান

West Bengal Weather Update: বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে

news18.com 2024/10/6

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

News18 Bengali

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। উত্তর দিনাজপুরেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হবে। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত।

People are also reading