হোম পিছনে ফিরে যান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মার্তার

bonikbarta.net 2024/5/15
ব্রাজিলের জার্সিতে মার্তা। ছবি: রয়টার্স

নারী ফুটবলের কিংবদন্তি ব্রাজিল গ্রেট মার্তা চলতি বছরশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। এ বছর প্যারিস অলিম্পিকের দলে জায়গা পেলে খেলবেন বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সী তারকা। অলিম্পিকে খেলুন কিংবা না-ই খেলুন, এ বছরই আন্তর্জাতিক ফুটবলে তার শেষ পদচারণা।

 

নারী ও পুরুষ ফুটবল মিলে ব্রাজিলের হয়ে সবচেয়ে সর্বোচ্চ ১১৬ গোলের মালিক মার্তা। সুযোগ পেলে তিনি ষষ্ঠবারের মতো খেলবেন অলিম্পিক গেমসে।

 

ব্রাজিলে সিএনএনকে মার্তা বলেন, ‘আমি যদি অলিম্পিকে যাই, তবে প্রতিটি মুহূর্ত উপভোগ করব, কারণ অলিম্পিকে যাই কিংবা না যাই, এটাই হবে জাতীয় দলের হয়ে আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে আর মার্তাকে দেখা যাবে না।’

 

২০০৪ সালের এথেন্স অলিম্পিক গেমস ও ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমসে তিনি ব্রাজিলের হয়ে রৌপ্য পদক জয় করেন। দুবারই ফাইনালে তারা যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায়।

 

পুরুষ ও নারী বিশ্বকাপ মিলে সর্বোচ্চ ১৭ গোলের মালিক মার্তা। ছয়টি আসরে ২৩ ম্যাচ খেলে তিনি ১৭ গোল করেন। এছাড়া পাঁচটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় ছিলেন তিনি, যে রেকর্ডটি ২০১৯ সালে ছুঁয়েছেন কানাডার ক্রিস্টিন সিনক্লেয়ার ও ২০২২ সালে ছুঁয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া টানা পাঁচটি অলিম্পিক গেমেসও গোল করার কীর্তি গড়েছেন মার্তা।

 

বর্নাঢ্য ক্যারিয়ারে ছয়বার ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন মার্তা। এর মধ্যে ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত টানা পাঁচবার টানা বিশ্বসেরা হয়েছেন। সর্বশেষ এই স্বীকৃতি মেলে ২০১৮ সালে।

 

২০০৭ সালে বিশ্বকাপ জয়ের কাছাকাছি গিয়েছিলেন মার্তা। সেবার ফাইনালে জার্মানির কাছে পরাজিত হয় পেলের দেশ। গত বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয় ব্রাজিল। আসরশেষে মার্তা জানান, এটাই তার শেষ বিশ্বকাপ।

 

ক্লাব ফুটবলে যুক্তেরাষ্ট্রের অরল্যান্ডো প্রাইড দলের হয়ে খেলেন মার্তা।   

People are also reading