হোম পিছনে ফিরে যান

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মতবিনিময় অনুষ্ঠিত

bonikbarta.net 2024/10/5
ছবি: আইবিএফ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৮টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে চিকিৎসক এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী শহিদুল আলম।

আইবিএফের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন আইবিএফের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. সালেহ জহুর, ইসি চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ, কামরুল হাসান, প্রফেসর ডা. মো. ফসিউল আলম, শওকত হোসেন, ব্যারিস্টার এএসএম কাসেম এবং আইবিএফ সদস্য মো. মনিরুল মওলা।

এ সময় ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর এবং ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নামে ২টি প্রতিষ্ঠান চালুর ঘোষণা দেয়া হয়।

প্রফেসর ডা. কাজী শহিদুল আলম সব ধরনের পরীক্ষার জন্য নির্মিত দ্য সেন্ট্রাল ল্যাবের আধুনিক সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বলেন, ল্যাবরেটরির কারণে রোগের নমুনা বিদেশে পাঠানোর প্রয়োজন কমে যাবে।

ডা. তানভীর আহমেদ সর্বাধুনিক সুবিধা সম্বলিত নতুন কার্ডিয়াক হাসপাতালের কথা তুলে ধরেন যেটি সাধারণ মানুষকে কম খরচে চিকিৎসার সুযোগ দেবে।

অনুষ্ঠানে আইবিএফের কার্যক্রম এবং দেশের স্বাস্থ্য খাতে এর ভূমিকা তুলে ধরা হয়। আইবিএফ তার স্বাস্থ্য নেটওয়ার্কের অধীনে গত ১০ বছরে ২ কোটি ২০ লাখেরও বেশি রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে।

সভায় বিভিন্ন বিভাগের চিকিৎসক, ব্যাংকার, গণমাধ্যমকর্মীসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

People are also reading