হোম পিছনে ফিরে যান

যুদ্ধে জড়ালে ইসরায়েলের কোনো অংশ বাদ যাবে না : নাসরুল্লাহ

protidinersangbad.com 2024/9/29
যুদ্ধে জড়ালে ইসরায়েলের কোনো অংশ বাদ যাবে না : নাসরুল্লাহ
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না।

বুধবার (১৯ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আরব নিউজের।

সেইসঙ্গে সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয়, তাহলে তাকেও পরিণত ভোগ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

হাসান নাসরুল্লাহ বলেন, শত্রুদের (ইসরায়েল) জানা উচিত, তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না।

তিনি আরও বলেন, ইসরায়েল ভয়ে আছে। কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এ কাজে দ্বিধা করব না।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

People are also reading