হোম পিছনে ফিরে যান

ইসলামী আন্দোলনের সংলাপে বাম প্রগতিশীল দলের নেতারা

banglatribune.com 4 দিন আগে

রাজধানীতে ইসলামী আন্দোলনের একটি সংলাপে অংশ নিয়েছেন বাম প্রগতিশীল দলের শীর্ষ নেতারা। বিএনপি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (কাজী জাফর), গণফোরাম, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।

বুধবার (৩ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আপনি ভারতকে ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন– এটা কোনও দেশপ্রেমিক মানুষ করতে পারে না। ভারতের জন্য বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে রয়েছে। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের তিস্তা প্রকল্প চুক্তির সমাধান ছিল টেবিলের নিচে। এ সরকার এক ফোঁটা পানিও ভারতের কাছ থেকে আদায় করতে পারবে না।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশ ধীরে ধীরে ভারতের পেটে চলে যাচ্ছে। আমরা তিস্তার পানি চাইলেও শেখ হাসিনা কিন্তু চান না। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে। সবাইকে এক হয়ে দেশকে রক্ষা করতে হবে। এ সরকার ক্ষমতায় থাকার জন্য দেশকে বিক্রি করে দিচ্ছে। মানুষের কল্যাণ হবে, আমরা এরকম একটা রাষ্ট্র চাই।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানের আরও ছিলেন– বিএনপির স্থায়ী কমিটির প্রধান নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামে সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর, গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমাদ কাসেমী, মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমুখ।

People are also reading