হোম পিছনে ফিরে যান

কারাগারের ছাদ ফুটো করে আসামি পালানোর ঘটনায় এবার জেলারকে বদলি

latestbdnews.com 2024/10/5

বগুড়া কারাগারের কনডেম সেল থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালানোর ঘটনায় জেলার ফরিদুর রহমান রুবেলকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর। তাকে রাজশাহী ডিআইজি প্রিজনের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। কারা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ জুন ভোররাতে বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে বিছানার চাদরকে রশি হিসেবে ব্যবহার করে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। পরে চেলোপাড়া চাষীবাজার থেকে টহল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। দায়িত্বে অবহেলার বিষয় উঠে আসায় সেসময় বগুড়া কারাগারের ডেপুটি জেলার হোসেনুজ্জামান, প্রধান কারারক্ষী আব্দুল মতিনসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া আরও তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

People are also reading