হোম পিছনে ফিরে যান

রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

latestbdnews.com 2024/10/6
drugs1

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ নারীসহ তিন মাদক ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (৭ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব- ৫ সিপিস-৩ কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার সনজয় কুমার।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্য দরগাপাড়া গ্রামের মো. মানিক (২৮), মো. শাহীন আলম (২৯) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের আরোজা বেগম (৪৫)। এ সময় পালিয়ে যায় আতিয়ার নামে চিহ্নিত আরেক মাদক ব্যবসায়ী।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পলাতক আসামি আতিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন এবং আরোজা বেগমের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর রেলস্টেশন প্লাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ময়লহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। পরে তাদের তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগ থেকে ২ হাজার ২শ’ ৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

র‍্যার আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সান্তাহার রেলওয়ে থানায় জমা করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।

People are also reading