হোম পিছনে ফিরে যান

ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে

banglatribune.com 2024/5/19

সময়টা ২০১৭ সাল। সবে শোবিজের সড়কে পা রেখেছেন তাসনিয়া ফারিণ। কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করে নিজেকে চেনানোর চেষ্টা করছেন। এর মধ্যেই ডাক পান সিনেমায়। নাম ‘দাহকাল’। পরিচালনায় ধ্রুব হাসান। তিন-চারবার অডিশন দিয়ে অবশেষে যুক্ত হন। ছবির কাজও শুরু হয়েছিল। কিন্তু নানা সংকটে মাঝপথে বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর কাজটি ফের শুরু হয়। ধীরলয়ে শেষও হয়। এবার মুক্তির পালা।

হ্যাঁ, মুক্তি পাচ্ছে ৮ বছর আগে শুরু হওয়া ছবিটি। তবে আগের নামে নয়, নতুন করে ‘ফাতিমা’ রাখা হয়েছে এর নাম। আগামী ২৪ মে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। এর মাধ্যমে ফারিণ ও ছবিটির টিমের আট বছরের অপেক্ষা শেষ হচ্ছে।

বিষয়টি নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের প্রথম ছবি। খুবই সুন্দরভাবে এর শুটিং হচ্ছিলো। কিন্তু মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমি নাটকের কাজে ব্যস্ত হয়ে যাই। প্রায় ৬ বছর পড় পরিচালক ধ্রুব হাসান ভাই ফোন করে জানান, তিনি আবার ছবিটার কাজ শুরু করতে চান। শুনে অবাক হয়েছিলাম বটে। তবে বিশ্বাস ছিল তার ওপর। ফাইনালি ছবিটা শেষ হয়েছে খুব ভালোভাবে এবং দেশের বাইরে কয়েকটি ফেস্টিভালে ঘুরে এসেছে, পুরস্কারও পেয়েছে। আমি নিজেও বড় পর্দায় এটি দেখার অপেক্ষায়।’

‘ফাতিমা’র পোস্টার ও ফারিণ
© 2024 Bangla Tribune Online Media
মুক্তি উপলক্ষে রবিবার (৫ মে) বিকালে ‘ফাতিমা’র প্রথম পোস্টার করা হয়েছে। এতে কেবল ছবির নাম ভূমিকায় অভিনয় করা ফারিণের মুখছবি দেখা যাচ্ছে। ছবির নাম পরিবর্তনের প্রসঙ্গে নির্মাতা ধ্রুব হাসান বলেন, “দাহকাল’ মূলত ওয়ার্কিং টাইটেল ছিল। এরপর গল্পের নানা বাক  বিকশিত হয়েছে, সেসবের সঙ্গে সঙ্গতি রেখেই ‘ফাতিমা’ নামটি রাখা হয়েছে। এটি এখন ফাতিমার দাহকালের গল্প।”

এই ছবিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। নতুন অভিজ্ঞতা প্রসঙ্গে তার বক্তব্য এরকম, ‘আমি কোনও কিছু জানি না এই ছবি সম্পর্কে; হঠাৎ এক দিন পরিচালক ধ্রুব হাসান আমাকে ফোন দিলেন। আমি মনে করলাম কোনও গান করাবে। কিন্তু ধ্রুব বলে, অভিনয় করতে হবে! এটা শুনে তো আমি অবাক! নানা দ্বিধা কাটিয়ে রাজি হই। কিন্তু শুটিংয়ের এক দিন আগে আমি ধ্রুবকে বলেছিলাম, আমাকে বাদ দেওয়া যায় কিনা। আমি তো সংলাপ বলতে পারবো না। তবু পরিচালক নিজ গুণে আমাকে দিয়ে বেশ ভালো করেই অভিনয়টা করিয়ে নিয়েছে।’

‘ফাতিমা’ ছবিতে আরও আছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, শাহেদ আলী সুজন প্রমুখ। তারাও এতে কাজ করার বিষয়ে উচ্ছ্বাস ও মুগ্ধতা প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত, গেলো ফেব্রুয়ারিতে ইরানের ‘৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অংশ নিয়েছিল ‘ফাতিমা’। এতে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন ফারিণ।

ফজর উৎসবে ফারিণ

People are also reading