হোম পিছনে ফিরে যান

মহাকাশে আটকে আছেন সুনিতা

channelionline.com 2024/10/5

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মহাকাশে আটকে আছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। মহাকাশে আট দিনের কর্মসূচি ছিল সুনিতার। কথা ছিল ১৩ জুন ফিরে আসার। তারপর শোনা গিয়েছিল ২৬ জুন ফিরবেন। কিন্তু, দুবারই বাতিল হয়েছে প্রত্যাবর্তন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৫ জুন এই মহাকাশচারী বোয়িং সংস্থা স্টারলাইনার সংস্থার মহাকাশযানে চড়ে গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তার সঙ্গে ছিলেন আরেক মহাকাশচারী ব্যারি উইলমোর। তাদের একসাথেই ফেরার কথা থাকলেও এখনও ফিরতে পারেননি তারা।

রওনা দেওয়ার পর ওই মহাকাশযানটির বোয়িং ক্যাপসুলে পাঁচটি হিলিয়াম লিক হয়েছে, পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার খারাপ হয়ে গিয়েছে এবং একটি ধীর গতির প্রপেলান্ট ভালভ আরও কিছু অনিশ্চিত সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে। নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে এটি ৪৫ দিন ওই ডকে থাকতে পারবে। এর বেশি সময় গেলে, মহাকাশচারীদের অন্য একটি মহাকাশযানের প্রয়োজন হবে।

নাসার কর্তারা জানিয়েছেন, স্টারলাইনার মহাকাশযানকে ফিরিয়ে নিয়ে আসার আগে, কেন থ্রাস্টারগুলি খারাপ হয়ে গেল, কেন ভালভে সমস্যা দেখা দিল এবং কীভাবে হিলিয়াম গ্যাস লিক করল, তা আরও ভালভাবে বুঝতে হবে। তবে, মহাকাশচারীরা যে আটকে আছেন, সেই দাবি মানতে নারাজ নাসা। তাদের দাবি, জরুরী পরিস্থিতিতে মহাকাশযানটি যে কোন সময়ে আনডক করা যাবে এবং এটি উড়তে পারবে।

সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর আপাতত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদেই আছেন। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, সংস্থান, যোগাযোগের সরঞ্জাম রয়েছে। দীর্ঘদিন মহাকাশে থাকার জন্য স্টেশনটিতে এই সব জিনিস রাখাই থাকে। সুনিতারা ছাড়া বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরও পাঁচজন মহাকাশচারী আছেন।

People are also reading