হোম পিছনে ফিরে যান

Snake Alert: একসঙ্গে তিন তিনটি...ফোঁস ফোঁস শব্দ! মাছ ধরার ফাঁদে নড়ছে ওটা কী? চক্ষু চড়কগাছ গ্রামবাসীর

news18.com 2024/10/6
একসঙ্গে তিন তিনটি...ফোঁস ফোঁস শব্দ! মাছ ধরার ফাঁদে নড়ছে ওটা কী? চক্ষু চড়কগাছ গ্রামবাসীর

দক্ষিণ ২৪ পরগনা : মাছ ধরতে গিয়ে ধরা পড়ল তিন তিনটি বিষাক্ত সাপ। যা দেখে চক্ষু ছানাবড়া হয়ে গেল ওই মৎস্যজীবীর। জিবনতলার মিয়ার ঘেরিতে তিনটি বিষাক্ত সাপ উদ্ধার। এখনও বর্ষা সেভাবে শুরু হয়নি আর তার মধ্যেই এই সাপ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের মিয়ার ঘেরি গ্রামে মাছ ধরা আটলে তিনটি বিষাক্ত সাপ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য, জিবনতলার মিয়ার ঘেরি গ্রামের বাসিন্দা, জিয়ারুল লস্কর প্রতিদিনের মতো এদিন তিনি নিজের মাছের ভেড়িতে বাগদা চিংড়ি ধরার জন্য অটল বাসায়।

তবে আজ সকালে জিয়ারুল লস্কর নিজের মাছের ভেড়িতে মাছ তুলতে গেলে চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে, আটল তুলতেই দেখা যায় তিন তিনটি বিষাক্ত কেউটে সাপ আটলের মধ্যে পড়ে আছে , এই ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি করে খবর দেওয়া হয় বনদফতরের আধিকারিকরা এসে ওই তিনটি পূর্ণবয়স্ক সাপকে উদ্ধার করে নিয়ে যায়।

এরপর ওই সাপটিকে প্রাথমিক চিকিৎসা করার পর সুস্থ থাকলে ওই সাপ গুলিকে সুন্দরবন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা যাচ্ছে। তবে এলাকার মানুষ জানাচ্ছেন যে মাছ খাবার লোভে ওই তিনটি সাপ আটলের মধ্যে গিয়েছি।

সুমন সাহা

Tags:

Snake South 24 Pargana news
  • First Published : July 8, 2024, 8:27 pm IST
People are also reading