হোম পিছনে ফিরে যান

রাজস্ব ফাঁকি: পরোয়ানা জারির ৩৩ মাস পর আদালতে মেয়র

prothomalo.com 2024/10/5

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসাপ্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের চেয়ারম্যান এস এম আসিফ শামসসহ চারজনের বিরুদ্ধে সরকারের ১৯১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেই মামলায় ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর আসিফ শামসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার জেনারেল সার্টিফিকেট আদালতের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরীন হক। পরে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য তা পাঠানো হয় পাবনার বেড়া থানায়।

৩৩ মাসেও কেন আদালতের পরোয়ানা কার্যকর করা হয়নি, সে বিষয়ে বেড়া থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রশিদুল আলম সাংবাদিকদের বলেন, গত বছরের ডিসেম্বরে তিনি বেড়া থানায় যোগ দেন। পরে জানতে পারেন, বেড়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আদালতের আদেশ বাস্তবায়নের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

People are also reading