হোম পিছনে ফিরে যান

Purba Bardhaman: পৌরপ্রধানকে অপসারণের দাবি! ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব...

india.com 2024/10/6

Dainhat Municipality: ফের প্রকাশ্যে উঠে এল তৃণমূল কংগ্রেস পরিচালিত দাঁইহাট পৌরসভার গোষ্ঠীদ্বন্দ্ব। এবার প্রকাশ্যে পথসভা থেকে দলেরই পৌরপ্রধানকে অপসারণের দাবি।

Jul 08, 2024, 22:46 PM IST

সন্দীপ ঘোষ চৌধুরী: দাঁইহাটে তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব। ফের প্রকাশ্যে উঠে এল তৃণমূল কংগ্রেস পরিচালিত দাঁইহাট পৌরসভার গোষ্ঠীদ্বন্দ্ব। এবার প্রকাশ্যে পথসভা থেকে দলেরই পৌরপ্রধানকে অপসারণের দাবি তুললেন দাঁইহাট পৌরসভার উপ-পৌরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায়।   

আজ বিকেলে দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে পৌরসভা মোড় পর্যন্ত মিছিল হয়। আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমর্থনে এই মিছিল হয় এবং মিছিল শেষে একটি পথসভার আয়োজন করা হয়।  

সেই পথসভা থেকে দলেরই পৌর প্রধানকে অপসারণের দাবি তুললেন উপ পৌরপ্রধান। যদিও এই মিছিল বা পথসভা কোনওটাতেই দেখা মেলেনি দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান ও দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির। 

এই মিছিলে উপপৌরপ্রধান সহ ১১ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এছাড়াও উপপৌরপ্রধান আরোও বলেন তাদের এই মিছিলে যোগ না দেওয়ায় জন্য বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গিয়ে বলে এসেছেন। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

যদিও এই মিছিলে উপস্থিত না থাকার বিষয়ে পৌরপ্রধান প্রদীপ রায় বলেন, 'এই মিছিল বা পথসভা কোনওটাতেই উপস্থিত থাকার জন্য জেলা সভাপতি বা শহর সভাপতি কেউই বলেন নাই তাই, আর আমি দলের কথা ছাড়া কোনোও মিটিং মিছিলে যাই না। সেই জন্য এখানেও যাইনি।

People are also reading