হোম পিছনে ফিরে যান

ঝিনাইদহে মাছ ধরার ফাঁদে রাসেল’স ভাইপার

risingbd.com 2024/7/8

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ২৮ জুন ২০২৪  

ঝিনাইদহে মাছ ধরার ফাঁদে রাসেল’স ভাইপার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পেপুলবাড়িয়া গ্রামে মাছ ধরার ফাঁদে ধরা পড়েছে বিষাক্ত রাসেল’স ভাইপার সাপ। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে দিকে ভারতীয় সীমান্তবর্তী ইছামতি নদীতে সাপটি ধরা পড়ে। পরে খুলনা থেকে একটি টিম এসে সাপটি নিয়ে যায় বলে নিশ্চিত করেছেন জেলা বন কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন।  

Google news

স্থানীয়রা জানান, পেপুলবাড়িয়া গ্রামের উজ্জ্বল হোসেন নামে এক কৃষক ইছামতী নদীতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি ফাঁদ পাতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নদীতে গিয়ে দেখতে পান ফাঁদের মধ্যে একটি সাপ আটকে আছে। উজ্জ্বল সাপটি তার বাড়িতে আনেন। সাপটি সেসময় ভিড় জমান অসংখ্য নারী ও পুরুষ। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন এটি রাসেল’স ভাইপার সাপ। 

ঝিনাইদহ জেলা বন কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন বলেন, মহেশপুরে এক কৃষকের মাছ ধরার ফাঁদে একটি রাসেল’স ভাইপার সাপ ধরা পড়েছে। সাপটির দৈর্ঘ্যে সাড়ে ৩ ফুট। খুলনা থেকে একটি বিশেষ টিম এসে সাপটিকে নিয়ে গেছে।

People are also reading