হোম পিছনে ফিরে যান

চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

protidinersangbad.com 2024/10/5

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ে মামলা দুটি করেন দুদক জেলা সমন্বিত-২ কার্যালয়ের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ।

মামলার আসামিরা হলেন রাউজান থানার গশ্চি গ্রামের গুরা মিয়া সেক্রেটারি বাড়ির মো. আবুল হাশেম (৬১) ও তার স্ত্রী তাহেরিনা বেগম (৫১)। এই দম্পতি নগরীর খুলশী থানার পলিটেকনিকেল কলেজ রোডের রূপসী হাউজিংয়ে বসবাস করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর দুদকের উপ-পরিচালক আতিকুল আলম। তিনি জানান, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগমের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় মো. আবুল হাশেমকে আসামি করা হয়েছে।

সাবেক এই পুলিশ কর্মকর্তা আবুল হাশেম ১৯৮৮ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। পরে ২০২২ সালে সহকারী পুলিশ সুপার (এসপি) পদে থাকাকালে তিনি চাকরি থেকে অবসরে যান।

দুদক সূত্র জানায়, চাকরিজীবনে ঘুষ-অনিয়মের অভিযোগ ওঠায় ২০১৮ সালে আবুল হাশেম ও তার স্ত্রীর সম্পদবিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। পরে তাদের সম্পদবিবরণী জমা দিলে বিবরণী যাচাই-বাছাই করে দুদক। এতে তাদের বিরুদ্ধে প্রায় ১১ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় প্রতিষ্ঠানটি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

People are also reading