হোম পিছনে ফিরে যান

ইউক্রেনকে আরও ২৩০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা

arthosuchak.com 2 দিন আগে

ইউক্রেনের জন্য নতুন করে ২৩০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

আমেরিকা সফরত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভের সাথে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন, আমি গর্বিত যে, শিগগিরি আমেরিকা ২৩০ কোটি ডলারের বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দেবে ইউক্রেনকে।

অস্টিন বলেন, এই প্যাকেজের আওতায় আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক বিধ্বসী অস্ত্র এবং অনান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে।

উমারভের সঙ্গে বৈঠকে অস্টিন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে ইউক্রেনের দাবির সাথে একমত প্রকাশ করেন। আগামী সপ্তাহে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আমেরিকায়। এই সম্মেলনের সময় ন্যাটোর সাথে ইউক্রেনের সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে আমেরিকা পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

দীর্ঘদিন ধরে ন্যাটো জোটে যোগ দেয়ার দাবি জানিয়ে আসছে ইউক্রেন কিন্তু এখন পর্যন্ত এই‌ জোটের সদস্য করার ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি আমেরিকা ও অন্য সদস্য দেশগুলো। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

People are also reading