হোম পিছনে ফিরে যান

Fuel price | অন্য রাজ্যে নয়, বাংলায় আচমকাই বাড়ল পেট্রল-ডিজেলের দাম

uttarbangasambad.com 4 দিন আগে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোট শেষ হতেই দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের। ইতিমধ্যেই আমজনতার মোবাইলের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বাড়ল রাজ্যে পেট্রল-ডিজেলের দাম। রবিবার রাতে, কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রল লিটারে ১.০১ টাকা বেড়ে হয়েছে ১০৪.৯৫ টাকা। ডিজেল ১ টাকা বেড়ে হয়েছে ৯১.৯৬ টাকা। তবে দেশের বেশির ভাগ জায়গাতেই দাম অপরিবর্তিত রয়েছে বলে খবর। ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স  অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেনের দাবি, “রাজ্য ফের ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। তাতেই বেড়েছে তেলের দাম।” প্রশাসনিক সূত্র বলছে, এ রাজ্যে তেলের বিক্রয় করে লিটারে এক টাকা ছাড়ের সুবিধা শেষ হয়েছে রবিবার। এটাই কারণ। সে ক্ষেত্রে রাজ্য সুবিধার মেয়াদ বাড়ালে দাম ফের কমবে। তবে ওই ছাড় আবার কার্যকর হবে কি না, রবিবার রাত পর্যন্ত স্পষ্ট করতে পারেনি নবান্ন। সূত্রের বক্তব্য, আজ সোমবার এ নিয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।

অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেছিলেন, ‘‘বিশ্ব বাজারে জ্বালানির দাম কমলে ভারতবাসীর সেই সুবিধা পাওয়ার কথা। কারণ, তাতে আমদানির খরচ কমে। অশোধিত তেল যেখানে নেমেছে, তাতে দেশেও অবিলম্বে পেট্রল-ডিজ়েলের দাম কমানো দরকার। মূল্যবৃদ্ধিকে আরও নামিয়ে আনার এটা বড় সুযোগ।’’ অর্থনীতিবিদের দাবি, মূল্যবৃদ্ধিই লগ্নির পথে সবচেয়ে বড় বাধা। ফলে তাকে আরও নামাতে পারলে সুদও কমবে। শিল্পে লগ্নির ক্ষেত্রে আসবে গতি।

অবশ্য বরাবরের অভিযোগ, অপরিশোধিত তেলের দাম বাড়লে দেশের পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি হয় দেশজুড়ে। অথচ অপরিশোধিত তেলের দাম কমলে দাম কমে না পেট্রপন্যের। এই আবহে রাজ্যে বাড়ল তেলের দাম।

People are also reading