হোম পিছনে ফিরে যান

রাখাইনের মংডু শহরের সামরিক ঘাঁটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

boishakhionline.com 2024/10/6

প্রকাশিত: ০৪-০৭-২০২৪ ১৭:৪৬

আপডেট: ০৪-০৭-২০২৪ ১৭:৪৬

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে প্রবেশ করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সৈন্যরা। শহরের উত্তর ও দক্ষিণে সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটিসহ সব সামিরক অবস্থান দখল করে নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। 

তবে, সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, মংডু শহরের মায়ো থুগি ওয়ার্ডের সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটিটি আশপাশে ব্যাপক লড়াই চলছে। ঘাঁটিটি দখলে নিতে পারছে না আরকান আর্মি। কারণ ক্রমাগত বোমা হামলা চালাচ্ছে সেনাবাহিনী। এরইমধ্যে সামরিক বাহিনীর অনেক সেনাসদস্য আরাকান আর্মির কাছে আত্মসমর্পন করেছে বলে জানা গেছে। 

আরাকান আর্মি রাখাইনের থান্ডওয়ে শহরও দখলে নিতে যাচ্ছে। তাদের হাতে শুধুমাত্র একটি পদাতিক ব্যাটালিয়ন পরাজিত হতে বাকি আছে। গত বছরের নভেম্বরে আক্রমণ শুরু করার পর থেকে রাখাইন রাজ্যের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ নিয়েছে আরকান আর্মি। 

এদিকে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের রাজধানী লাশিওতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। রাজধানীর ৫টি সামরিক ঘাঁটিতে একযোগে আক্রমণ চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংগঠন থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। 

শান রাজ্যের রাজধানী দখলের জন্য কয়েকদিন থেকেই আক্রমণ চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। পাল্লা হামলা চালাচ্ছে সেনাবাহিনীও। বুধবার সকালে একটি বাড়িতে বোমার আঘাতে দুই শিশুসহ একটি পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে। সংঘর্ষের কারণে বুধবার উত্তরাঞ্চলীয় শানের রাজধানীতে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। 

People are also reading