নিক্সন চৌধুরীর বনানীর বাসায় প্রধানমন্ত্রী, ভাঙ্গায় ইতিবাচক প্রভাব
এ বিষয়টি নিয়ে নিক্সন চৌধুরীর নির্বাচনী এলাকা ভাঙ্গা উপজেলা বাসির মুখে ইতিবাচক সাড়া পড়েছে।
নিক্সন চৌধুরীর সমর্থকদের মুখে মুখে আগামীতে এমপি সাহেবের নৌকা পেতে আরো একধাপ নিশ্চিত হলো। আর কোন বাধা রইল না। এ নিয়ে ভাঙ্গায় পরিনত হয় টক অফ দ্যা উপজেলায়।
এদিকে আরো ইতিবাচক দেখছেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ও উপজেলার চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানও।
ভাঙ্গা উপজেলার নিক্সন চৌধুরীর হাজার হাজার সমর্থকদের ফেসবুক আইডিতে ছেয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এমপি নিক্সন চৌধুরীর পরিবারের ছবি।
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিক ভাবে বেড়াতে গিয়েছেন এমপি মহোদয়ের বাসায় তার মা'কে দেখতে। এমপি মহোদয়ের মা, নেত্রীর একদিকে বড় ফুফাতো বোন আরেক দিকে তার ভাবি ( ফুফাতো ভাই দাদা ভাইয়ের স্ত্রী) এই যাওয়াতে আমরা বিষয়টি ইতিবাচক ভাবে নিয়েছি। এমপি মহোদয়ের সামনে আর কোন বাধা থাকলো না নৌকা পেতে, এতে আমরা শতভাগ নিশ্চিত হলাম। অন্যদিকে জাফর উল্লাহ সাহেবও বৃদ্ধা হয়ে গেছে, এখন তার বয়স ৮০'র উপরে তাকে ভাঙ্গাবাসি আর চায় না।
অন্যদিকে ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, মাননীয় এমপি মহোদয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার অত্যন্ত আদরের স্নেহধন্য ভাগিনা, তার আত্মীয়-স্বজনদের মধ্যে এবং সারা বাংলাদেশের মধ্যে একজন জনপ্রিয় এমপি হিসেবে স্থান পেয়েছে, বিএনপি জামাত ও আলেম-ওলামা কর্তৃক সরকার বিরোধী আন্দোলনকে সফল হতে দেন নাই একমাত্র নিক্সন চৌধুরী এমপি।
সুতরাং দলের নিকট নিক্সন চৌধুরী একজন পরিচ্ছন্ন,একনিষ্ঠ ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। রক্তের বন্ধন কখনো খন্ডন হয় না, প্রধানমন্ত্রী এমপি মহোদয়ের বৃদ্ধা মাকে দেখতে পারিবারিক ভাবে গিয়েছেন। আমরা নেতাকর্মীরা এ বিষয়টি এমপি মহোদয়ের জন্য আরো ইতিবাচক হিসেবে দেখছি। মাননীয় এমপি মহোদয় পুরা দক্ষিণবঙ্গ নেতৃত্ব দেবেন সেই পথ তার জন্য আরো সুগম হল। তার নিকট দল নিরাপদ থাকে।
প্রসঙ্গ গতকাল শনিবার রাতে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।
ভাঙ্গা উপজেলার নিক্সন চৌধুরীর সমর্থকদের ফেসবুক আইডিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী তারিন হোসেন ও ছেলে রয়েছেন। এ ছাড়া যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশকেও ছবিতে দেখা যায়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন ও মেজ বোন, নিক্সন চৌধুরীর দাদী ও নানী। অর্থাৎ নিক্সন চৌধুরীর বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) ও মা, মাননীয় প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই ও বোন । নিক্সন চৌধুরী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে টানা তিনবার ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে পরাজিত করে এমপি হয়েছেন।
নিক্সন চৌধুরী যুবলীগের প্রেসিডিয়াম সদস্যও। তার বড় ভাই নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের চিফ হুইফ। নিক্সনের স্ত্রী তারিন হোসেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে।