হোম পিছনে ফিরে যান

বিচারকের আদেশ জালিয়াতি, বেঞ্চ সহকারী কারাগারে

risingbd.com 2024/10/6

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৭ জুলাই ২০২৪  

বিচারকের আদেশ জালিয়াতি, বেঞ্চ সহকারী কারাগারে

বিচারকের আদেশ জালিয়াতির মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৯ এর বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হক জনিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Google news

রোববার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মদের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে মোজাম্মেল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র সরকার। আসামির পক্ষে কামাল হোসেন পাটোয়ারী জামিন চেয়ে শুনানি করেন।

কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম এসব তথ্য জানান। ৪ জুলাই তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

এরআগে ৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে খন্দকার মোজাম্মেল হক জনিকে আটকের নির্দেশ দেন।

পরে একই আদালতের স্টেনোগ্রাফার মো. নূরে আলম বাদি হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

People are also reading