হোম পিছনে ফিরে যান

ইউক্রেনের সীমান্তবর্তী রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে কিয়েভ

banglatribune.com 2024/9/29

শুধু খারকিভ অঞ্চলের কাছে রুশ ভূখণ্ডে নয়, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্তে যেকোনও লক্ষ্যবস্তুতে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা করতে পারবে কিয়েভ। বৃহস্পতিবার (২০ জুন) এই তথ্য জানিয়েছে পেন্টাগন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তবে কর্মকর্তারা তখন বলেছিলেন, বাইডেনের এই সিদ্ধান্ত শুধু খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুর ক্ষেত্রে প্রযোজ্য।

পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার সাংবাদিকদের বলেছে, নীতিতে কোনও পরিবর্তন না হলেও, ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্রের ব্যবহার শুধু খারকিভের কাছে রুশ ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না।

প্যাট্রিক বলেন, ‘এই নীতি মূল বিষয়বস্তু ছিল, রাশিয়া গুলি চালালে ইউক্রেনের পাল্টা গুলি চালানোর ক্ষমতা থাকা। যেমন আমরা দেখতে পাচ্ছি, রুশ বাহিনী সীমান্ত পেরিয়ে গুলি চালাচ্ছে। এক্ষেত্রে ইউক্রেন মার্কিন অস্ত্র ব্যবহার করে সেই স্থল বাহিনীর ওপর পাল্টা গুলি চালানোর ক্ষমতা রাখে।’

এসময় তিনি আরও বলেন, এটি আত্মরক্ষা। আর তাই তাদের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়াটা যৌক্তিক।

People are also reading