হোম পিছনে ফিরে যান

যে সিনেমা দেখতে গিয়ে বারবার বিব্রত হবেন আপনি

prothomalo.com 4 দিন আগে

এটা প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক মানুষের সিনেমা, বললেন প্রযোজক

সিনেমা হিসেবে নির্মাণের দিক থেকেও আলাদা ছিল ‘এলএসডি’। ২০১০ সালে যখন সিনেমাটি মুক্তি পায়, ছবিতে হ্যান্ডিক্যাম, সিসিটিভি ফুটেজের ব্যবহার করে হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা। এবারও নিরীক্ষা করেছেন পরিচালক। দিবাকর জানান, সিনেমাটি এমনভাবে তৈরি হয়েছে যে দেখার সময় দর্শকের মনে হবে, তিনি ইনস্টা ফিডে ছবিটি দেখছেন।

প্রথম কিস্তি মুক্তির ১৪ বছর পর এসেছে ‘এলএসডি ২’। সিনেমাটিতে এই সময়ে প্রযুক্তিগত পরিবর্তনের প্রায় সবকিছুই তুলে ধরেছেন নির্মাতা। গল্পগুলোর নাম ‘লাইক’, ‘শেয়ার’ ও ‘ডাউনলোড’ দেখেই তা আন্দাজ করা যায়।

‘এলএসডি ২’ এমন একটি সিনেমা, যা দেখতে দেখতে আপনার নিজেরই অস্বস্তি হবে। কারণ, আমরা প্রাত্যহিক জীবনে যা করি, সেটাই অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দায় দেখিয়েছেন নির্মাতা। ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার, ভ্লগার, মিম, রিলস, ফলোয়ার, লাইক, সাবস্ক্রাইব—এখন প্রাত্যহিক জীবনে বহুল চর্চিত শব্দ। জেন–জি তো বটেই, উপমহাদেশের জনসংখ্যার বড় একটি অংশ ইন্টারনেটের আসক্তিতে ডুবে আছে। সপাট থাপ্পড়ের মতো সিনেমায় নির্মাতা তা আমাদের চোখের সামনে হাজির করেছেন।

People are also reading