হোম পিছনে ফিরে যান

গাজায় প্রতি ১০ জনে ৯ জন বাস্তুচ্যুত

dailyjanakantha.com 3 দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় প্রতি ১০ জনে ৯ জন বাস্তুচ্যুত
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদ থেকে ঝুলানো ফিলিস্তিনপন্থি ব্যানার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত প্রতি ১০ জনের ৯ জনই বাস্তুচ্যুত। এদের সংখ্যা ১৯ লাখ বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)। ওসিএইচএ প্রধান আন্দ্রেয়া ডি ডোমেনিকো বলেন, আমাদের ধারণা, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত  গাজায় প্রতি ১০ জনের মধ্যে ৯ জন অন্তত একবার হলেও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। খবর এএফপির।
তিনি বলেন, এর আগে আমরা ১৭ লাখ অনুমান করেছিলাম। এর পর আমরা রাফাহতে অনুসন্ধান করেছি। রাফাহতে বাস্তুচ্যুতির সংখ্যা বেশি হয়েছে। তারপর আমরা গাজার উত্তরাঞ্চলেও অনুসন্ধান করেছি। তিনি আরও বলেন, এই ধরনের সামরিক অভিযান মানুষকে বারবার তাদের জীবন নতুন করে শুরু করতে বাধ্য করছে। আন্দ্রেয়ার মতে, গত নয় মাসে গাজাবাসী দাবার ঘুঁটির মতো বোর্ডের এপাশ-ওপাশ ঘুরে বেড়াচ্ছে।

ওসিএইচএ প্রধান আরও বলেন, ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে গাজা উপত্যকা দু’ভাগে ভাগ হয়েছে।  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন নিহত এবং আহত হয়েছেন ১৭৯ জন। ইসরাইলের বর্বর হামলায় গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ১১ জনে। আর আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন। বৃহস্পতিবার গাজা সিটির পূর্বাঞ্চলে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। 
এদিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে বিক্ষোভকারীরা সেখানে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার লাগিয়েছেন। এছাড়া চার বিক্ষোভকারী প্রায় এক ঘণ্টা পার্লামেন্টের ছাদে অবস্থান করেন। বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েন এক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী।

People are also reading