হোম পিছনে ফিরে যান

ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে বের করবেন যেভাবে

sonalisangbad.com 2024/9/29

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ব্যবহারের ফলে পাসওয়ার্ড ভুলে গেলে ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে তা জেনে নিতে পারেন। এভাবে পাসওয়ার্ড জানার পদ্ধতি হলো- প্রথমে ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘কানেকশনস’-এ ক্লিক করে ওয়াই-ফাই অপশন নির্বাচন করতে হবে।

এবার নেটওয়ার্কের নামের পাশে থাকা ‘সেটিংস’ আইকনে ট্যাপ করলেই পরের পৃষ্ঠায় পাসওয়ার্ডের নামের অপশন দেখা যাবে।

এখন ডান দিকে থাকা ‘ওয়াচ’ আইকনে ট্যাপ করে ফোনের পাসওয়ার্ড লিখে নিচে থাকা ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করলেই পাসওয়ার্ডের ঘরে ব্যবহৃত ওয়াই–ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখা যাবে।

People are also reading