হোম পিছনে ফিরে যান

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় শেরপুরে কৃষক নিহত

channelionline.com 3 দিন আগে

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ছামিদুল হক কেনা (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এছাড়াও হামলায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৯ জুন) সকাল ৭টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনিমুড়া নামাপাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

ছামিদুল হক যোগিনীমুরা নামা পাড়া গ্রামের মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে হত্যার ঘটনা ঘটে।  পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান তিনি। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়া গ্রামের ছামিদুল হক কেনার সাথে প্রতিবেশি হারুন ও সিদ্দিক খলিফাদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ণ জমিতে শনিবার সকালে কলাগাছ লাগাতে যায় সিদ্দিক ও তার লোকজন। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালিয়ে মারপিট করে।

পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহত ছামিদুল হক কেনার ছেলে পারভেজ মিয়াসহ তিনজন আহত হয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

জেলা হাসপাতালের জরুরী বিভাগের করতব্যরত চিকিৎসক ডা. আহসানুল মতিন সৈকত জানান, সকাল ৯টার দিকে ছামিদুল হক কেনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

People are also reading