হোম পিছনে ফিরে যান

পদত্যাগ করলেন কনজার্ভেটিভ পার্টির প্রধান ঋষি সুনাক

news24bd.tv 3 দিন আগে
পদত্যাগ করলেন কনজার্ভেটিভ পার্টির প্রধান ঋষি সুনাক

যুক্তরাজ্যের নির্বাচনে ভরাডুবি হয়েছে কনজারভেটিভ পার্টির। দলটি এবারের নির্বাচনে গতবারে তুলনায় ২৫০ আসন হারিয়েছে। ঋষি সুনাকের দল মাত্র ১২১ আসন জয়লাভ করেছে। এই পরাজয়ের পর পার্টির প্রধান থেকে পদত্যাগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিবিদ।

2023-12-30 19:57:20

এমন নজিরবিহীন হারের পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে সুনাক বলেছেন, ভোটারদের ক্ষোভ ও হতাশার সঙ্গে পরিবর্তনের ইচ্ছের সুর তিনি শুনতে পেয়েছেন।  

১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরের কথা বলার সময় সুনাক জানান, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন। সুনাক বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তবে আপনারা পরিষ্কার বার্তা দিয়েছেন যুক্তরাজ্যের সরকারে অবশ্যই পরিবর্তন আসা উচিত।

আর আপনারাই কেবল রায় দিতে পারেন, এটা আপনাদের অধিকার। ’ 

বৃহস্পতিবারের (৪ জুলাই) ওই সাধারণ নির্বাচনে ব্যাপক বিজয় লাভ করেছে লেবার পার্টি। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি ৪১২ আসনে জয় নিশ্চিত করেছে। গত নির্বাচনের চেয়ে এবার ২১১টি আসন বেশি পেয়েছে দলটি।  

যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে পরিবর্তনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা কিয়ার স্টারমার। স্টারমার বলেন, ‘আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের দেশকে বদলে দিয়েছেন। ’

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে নিজেদের দায়বদ্ধতার কথাও মনে করিয়ে দেন ৬১ বছর বয়সী স্টারমার। তিনি বলেন, ‘জনগণের এই বিপুল ম্যান্ডেটের সঙ্গে বিরাট এক দায়িত্বও এসে পড়েছে। রাজনীতিকে আমাদের আবার ফিরিয়ে নিতে হবে জনগণের সেবায়। আমাদের সরকার দেখাবে, আমরা সবার মঙ্গলের জন্যই কাজ করছি। ’
news24bd.tv/আইএএম

People are also reading