হোম পিছনে ফিরে যান

মান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

jaijaidinbd.com 5 দিন আগে
ছবি: যায়যায়দিন

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর এ শপথ বাক্য পাঠ করান। এসময় শপথ গ্রহণ করেন, মান্দা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (তোফা), ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান আরফানা বেগম ফেন্সি।

শপথ গ্রহণের পর আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবস পালন করেন তারা। এর আগে গত ২৪ জুন (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত এবং মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমাকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ৪৯ নওগাঁ ৪ (মান্দা) আসনের সংসদ সদস্য এস এম ব্রহানী সুলতান মামুদ (গামা), মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু এবং মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজীসহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী এবং সকল ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, নওগাঁর মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা হেলিকপ্টার প্রতীকে ২৪৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আনারস প্রতীকে ২৪২২১ ভোট পান।

এছাড়াও নিউইয়র্ক আওয়ামীলীগের সিটি শাখার অর্থ বিষয়ক সম্পাদক সাবেক এমপি পুত্র শেফায়েত জামিল প্রামানিক (সৌরভ) মটরসাইকেল প্রতীকে ১৯৯৫০ ভোট পেয়ে তৃতীয়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমদাদুল হক দোয়াত-কলম প্রতীকে ১৩৯৮১ ভোট পেয়ে চতুর্থ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দীন মন্ডল ঘোড়া প্রতীকে ১৯৪৫ ভোট পেয়ে পঞ্চম এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সদ্য বহিস্কৃত নেতা মনোজিৎ কুমার সরকার কাপ-পিরিচ প্রতীকে মাত্র ৮১৫ টি ভোট পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উত্তম কুমার সরকার টিউবওয়েল প্রতীকে ৪০৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ১৪৬২০ ভোট। এছাড়াও জাহাঙ্গীর আলম চৌধুরী চশমা প্রতীকে ১৪২৯১ ভোট পেয়ে তৃতীয় এবং এরশাদ আলী বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ১১২৫৮ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরফানা বেগম ফেন্সি পদ্মফুল প্রতীকে ৩৩১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহবুবা সিদ্দিকা রুমা ২৩২৭৯ ভোট পান। এছাড়াও মোমেনা খাতুন হাঁস প্রতীকে ১৭৩০৮ ভোট পেয়ে তৃতীয় এবং সন্ধ্যা রানী দে কলস প্রতীকে ৮২৮০ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন।

উল্লেখ্য, গত ৫ জুন (বুধবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অত্র উপজেলার ১৪ টি ইউনিয়নের ১১৭ টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ১১ টার দিকে বে-সরকারিভাবে ফলাফল ঘোষনা করা হয়। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৩ হাজার ৩৩৩জন। ভোট আদায়ের হার ছিল ২৭. ৩৯%।

যাযাদি/ এসএম

People are also reading