হোম পিছনে ফিরে যান

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৪ জেলেকে অর্থদণ্ড

desh.tv 2024/5/12
ছবি: দেশ টিভি

নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাল ফেলার অপরাধে পটুয়াখালীতে ১৪ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৪ জেলেকে ৮ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তেঁতুলিয়া নদীতে অভিজান চালিয়ে জেলেদের এ দণ্ড দেওয়া হয়। জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কামরুল ইসলাম বলেন, মার্চ ও এপ্রিল এ দুইমাস ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার অংশে মাছের অভয়াশ্রম রক্ষায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা সফল করার লক্ষে জেলেদের সচেতন করাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা সময়ে আমরা নদীতে অভিযান চালিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে জেলার বাউফল উপজেলার ৮ জন, দশমিনা উপজেলার ৬ জন এবং গলাচিপা উপজেলার ৪ জেলেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজা ও জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরএ

People are also reading