হোম পিছনে ফিরে যান

লিটন-শান্ত কি ফর্মে ?

news24bd.tv 2024/5/19
লিটন-শান্ত কি ফর্মে ? 

 লিটন আর শান্ত সামনের বিশ্বকাপে বোঝা না হয়ে গেলেই হয়। এখনও কিছুটা সময় আছে তাদের নিজেদের শোধরানোর। ফর্মে ফেরার অথবা টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করার। তা না হলে সেই পুরান কাহিনি নতুন করে লিখতে হবে আমাদের, পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিক থেকে খুঁজতে হবে বাংলাদেশ দলকে।

দয়া করে কেউ গত বছর লিটন দাস অসাধারণ ব্যাটসম্যান ছিলেন, তার স্ট্রাইক রেইট এখনও অনেক ভালো অথবা শান্ত ভীষণ প্রতিভাবান, খেলাটা খুব ভালো বোঝেন, এই তো ক’দিন আগেও রানে ছিলেন...এই সব ফ্রুটলেস কাহিনি শোনাতে আসবেন না। এই প্রতিদিন-প্রতি ম্যাচ ম্যাটার করা যুগে তিন মাস-ছয় মাস আগের সাফল্য গাঁথার মূল্য খুব কম। আজকেরটা আজকেই ডেলিভার করতে হবে আপনাকে। আপনার খেলায় ফুটিয়ে তুলতে হবে ভালো খেলার আর্জেন্সি অথবা ম্যাচ জেতানোর প্রতিশ্রুতি। আশা করি, প্রার্থনা করি নিজেদের অটো চয়েজ ভেবে আর সর্বনাশ করবেন না তারা নিজেদের। এখনকার টিম সিলেক্টররা লো পারফর্মারদের ক্যারি করবেন না বেশিদিন-হুট করে বসিয়ে দেবেন আমার বিশ্বাস। এই সিগন্যালটা লিটনের ওডিআই থেকে বাদ পড়া দিয়েই দিয়ে দেওয়া হয়েছিলো।  
আমি গাজী আশরাফ লীপুকে চিনি জানি তিন যুগ। খুব পরিষ্কার তার চিন্তাভাবনা। খেলোয়াড়ী জীবনে, অধিনায়ক জীবনে সৎ থেকেছেন বরাবর, সাহসও দেখিয়েছেন দরকারে। যতোদিন তিনি থাকবেন চিফ সিলেক্টরের দায়িত্বে হান্নানদের পাশে নিয়ে..ততোদিন উচিত কাজটা করার চেষ্টা করবেন। হয়তো বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপ বা অন্য কোনো জোরালো অদৃশ্য কারণে পেরে উঠবেন না সবসময়, কিন্তু কাজে বেশি ব্যাঘাত ঘটলে সরে যাবেন ঘোষণা দিয়ে..আমি প্রায় নিশ্চিত। লিটন দাসের মতো প্রতিভা খুব বেশি আসেনি বাংলাদেশের ইতিহাসে, শান্তর মতো পরিশ্রমী ক্রিকেটারও খুব বেশি দেখিনি আমরা। আমরা তাদের হারাতে চাই না সহসা। আবার, হার মানতেও চাই না ওদের কারণে। জাতীয় দলটাই শেষ কথা আমাদের কাছে। খেলোয়াড় যাবে খেলোয়াড় আসবে..দল-দেশের পরিচয় বদলাবে না শ্বাশত নিয়মে।  

People are also reading