হোম পিছনে ফিরে যান

২৩শ টাকার ফোন কিনে আইফোন পেলেন রুমকি

meherpurnews.com 2024/6/26

মেহেরপুর নিউজঃ

অসুস্থ মায়ের জন্য ২৩শ টাকার নোকিয়া ফোন কিনে ১ লক্ষ্য ১৫ হাজার টাকার আইফোন পেল রুমকি। রুমকি মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে।

শনিবার বিকেলের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে একটি মোবাইল ফোনের দোকান থেকে রুমকি ২৩শ টাকার একটি নোকিয়া ফোন ক্রয় করেন। এসময় তাকে একটি ক্রাচ কার্ড দেওয়া হয়।আর সেখানে তার ভাগ্যে ১ লক্ষ্য ১৫ হাজার টাকার আইফোন বেধে যায়। পরে আনুষ্ঠানিকভাবে তার হাতে মোবাইলটি তুলে দেওয়া হয়।

সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন তূর্য, ব্যবসায়ী ওমর ফারুক উপস্থিত থেকে রুমকির হাতে মোবাইল ফোনটি তুলে দেন। আইফোন টি পেয়ে রুমকি জানান,তার মা অসুস্থ। মায়ের জন্য একটি নোকিয়া সেট কেনার পরে ক্রাচ কার্ড ঘোষে আইফোন টি পেয়ে খুবই ভালো লাগছে।


People are also reading