হোম পিছনে ফিরে যান

সাদিক অ্যাগ্রো থেকে ব্রাহমা জাতের ৬ গরু জব্দ দুদকের

banglatribune.com 2024/10/5

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত ফার্ম সাদিক অ্যাগ্রোতে অভিযান চালিয়ে ব্রাহমা জাতের ছয়টি গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ জুলাই) জব্দ করা গরুগুলো প্রাণিসম্পদ অধিদফতরের জিম্মায় রাখা হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, ব্রাহমা গরু বাংলাদেশে পালনের কোনও অনুমতি নেই। মিথ্যা তথ্য দিয়ে এসব গরু ২০২১ সালে আমদানি করে সাদিক অ্যাগ্রো। সে সময় ফ্রিজিয়ান গরু বলে ব্রাহমা জাতের গরুগুলো আমদানি করা হয়। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণিসম্পদ অধিদফতরকে তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে।

সোমবার (১ জুলাই) দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে তিনটি টিম সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায়।

অভিযানে সাভারে সাদিক অ্যাগ্রোর একটি শেডে ব্রাহমা প্রজাতির পাঁচটি গরু ও সাতটি বাছুরের সন্ধান পাওয়া যায়।

People are also reading