হোম পিছনে ফিরে যান

ইসরাইলের স্পর্শকাতর টার্গেটের ফুটেজ প্রকাশ করলো হিজবুল্লাহ

justnewsbd.com 2024/9/29
ইসরাইলের স্পর্শকাতর টার্গেটের ফুটেজ প্রকাশ করলো হিজবুল্লাহ

ইসরাইলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরাইলের সরকার যখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে তখন আজ (রোববার) হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করলো।

ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বলছে, দখলদার ইসরাইলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে।

এ খবর দিয়ে পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছেঃ প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরাইলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমানঘাঁটি।

এগুলোর বাইরে আরো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেমন: হাকিরিয়া কমপ্লেক্স যেখানে রয়েছে সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তার বাসা-বাড়ি। এছাড়া রয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাসক্ষেত্র।

People are also reading