হোম পিছনে ফিরে যান

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদে নির্বাচন

rtvonline.com 2024/5/21
ছবি : আরটিভি
Bengal

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আজ বুধবার (৮ মে) চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে একটানা ভোট গ্রহণ চলবে।

মতলব উত্তর উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে কেন্দ্র রয়েছে ৯৯টি। মোট ভোটার ২ লক্ষ ৭৭ হাজার ৮২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪২ হাজার ৪৩৪ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৩৫ হাজার ৩৯০ জন ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ১ জন। মোট ভোট কক্ষের সংখ্যা ৬৬১টি।

মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক ঘোড়া প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ কাপপিরিজ প্রতীক, উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ বর্তমান চেয়ারম্যান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রিয়াজুল হাসান টিউবওয়েল প্রতিক এবং আসাদুজ্জামান তালা প্রতিক। ইতিমধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী।

এদিকে একই দিন মতলব দক্ষিণ উপজেলার নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছ। এ উপজেলায় ৫৭টি ভোট কেন্দ্রে ১লাখ ৯৮ হাজার ভোটার রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ (ঘোড়া), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (দোয়াত-কলম) এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন (আনারস)।

ভাইস-চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার আঁখি (ফুটবল) ও শিলা মনি (হাঁস)।

তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের তিন দিন পূর্ব পর্যন্ত আচরণ বিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা রক্ষ ও প্রতিরোধে প্রতি উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট এবং ভোট গ্রহণের তিনদিন পূর্ব থেকে ভোট গ্রহণের পরের দিন পর্যন্ত প্রতি তিন ইউনিয়নের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এছাড়া ভোট গ্রহণের দুইদিন পূর্ব থেকে ভোট গ্রহণের দুইদিন পর পর্যন্ত প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহীনি মোতায়ন করা হয়েছে।

People are also reading