হোম পিছনে ফিরে যান

Uric Acid Control Tips: আপনার আশেপাশে সহজেই পাবেন এই পাঁচ জিনিস, আয়ুর্বেদেই বশ হবে শরীরে ইউরিক অ্যাসিডের দংশন

news18.com 2024/5/13

Uric Acid Control Tips: আয়ুর্বেদেই বশ হবে শরীরের জ্বালা যন্ত্রণা৷ ইউরিক অ্যাসিডকে বোতলে ভরে ফেলুন এভাবে…

News18 Bengali

ইউরিক অ্যাসিড রক্তে পাওয়া একটি বর্জ্য পদার্থ। শরীরের মধ্যে পিউরিন নামক একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক ভেঙে গেলে এটি নির্গত হয়। অতিরিক্ত ইউরিক অ্যাসিড সাধারণত রক্তে মিশ্রিত হয়ে যায় যা কিডনির মধ্য প্রবেশ করে৷ পাশাপাশি তা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাইরে নিঃসৃত হয়৷  শরীরে অত্যধিক ইউরিক অ্যাসিড নিঃসরণের ফলে গেঁটেবাত, কিডনিতে স্টোনের মতো মারাত্মক রোগ হতে পারে৷ পাশাপাশি নখের কোনে ব্যাথার মতো ঘিনঘিনে অসহ্য বিষয়টিও ইউরিক অ্যাসিডের কারণে হতে পারে৷

People are also reading