হোম পিছনে ফিরে যান

সূচকের পতনে বেড়েছে লেনদেন

corporatesangbad.com 2024/10/5
dhaka stock exchange

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮ টি কোম্পানির ১৪ কোটি ৫৮ লক্ষ ২৫ হাজার ৪৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১২ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৫৯২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৭.০১ পয়েন্ট কমে ৫৩২৮.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৯৩ পয়েন্ট কমে ১৯০৯.৬৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৫১ পয়েন্ট কমে ১১৮০.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, সাইফ পাওয়ার, সিটি জেনারেল ইন্সুঃ, বীচ্ হ্যাচারী, আলিফ ইন্ডা:, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ওয়ালটন হাই টেক ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ল্যাম্পস, সাইফ পাওয়ার, দেশ গার্মেন্ট, ইসলামি ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, এডিএন টেলিকম, হাইডেলবার্গ সিমেন্ট, রহিমা ফুড, জেএমআই সিরিঞ্জ ও পেপার প্রসেসিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বে-লিজিং, ইউনিয়ন ক্যাপ, ইউনিলিভার কনজ্যুমার, সোনালি আঁশ, এএফসি অ্যাগ্রো, পূরবী জেনারেল ইন্সুঃ, সোনালি পেপার, হামি ইন্ডাঃ, প্রগতি লাইফ ইন্সুঃ ও বীকন ফার্মা।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬২১৫৫৮৮৫৪৬৪৩.০০।

People are also reading