হোম পিছনে ফিরে যান

বকেয়া পরিশোধ না করায় নেপালে ইন্টারনেট বন্ধ

dainikshiksha.com 2024/5/19
টানা ৬ দিন বৃষ্টির সম্ভাবনা - dainik shiksha

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: বকেয়া পরিশোধ না করায় নেপালে ইন্টারনেট সরবরাহ বন্ধ করেছে ভারতীয় কয়েকটি প্রতিষ্ঠান। এতে দেশজুড়ে কয়েক লাখ মানুষ ভোগান্তিতে পড়েছে। 

গতকাল শুক্রবার নেপালের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন জানায়, অর্থ পরিশোধ না করায় গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট সরবরাহ বন্ধ রেখেছে ডেটা সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠানগুলো।

ভারতীয় ব্রডব্যান্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জানায়, নেপালের অংশীদারদের কাছে প্রায় ২ কোটি ২৫ লাখ ডলার অর্থ পাওনা রয়েছে। তাই ইন্টারনেটের সরবরাহ বন্ধ করা হয়েছে।

এমন অবস্থায়ও দেশের বাইরে অর্থ স্থানান্তরের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে চাইছে না নেপাল সরকার। এ জন্য দেশটির ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে বকেয়া কর পরিশোধ করতে বলা হয়েছে।

এ বিষয়ে আইএসপিএএনের প্রধান নির্বাহী সুভাষ খাডকা বলেন, ‘ইন্টারনেট একটি অত্যাবশ্যক পরিষেবা। এ বিষয়ে সরকারকে প্রতিক্রিয়া জানাতে হবে।’

People are also reading