হোম পিছনে ফিরে যান

Android: ঝটপট ফোনে ওয়াইফাই! অ্যান্ডরয়েড-এ বিশাল সুবিধা, শুধু কয়েকটা টিপস জানতে হবে

news18.com 2024/9/29

অ্যান্ড্রয়েড ফোনে নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই পাসওয়ার্ড এবং শেয়ারিংয়ের অপশন রয়েছে। ওয়াই-ফাই পাসওয়ার্ড এবং নেটওয়ার্ক শেয়ারিংয়ের সেটিংস প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই এক।

News18 Bengali

01 06

আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যাঁরা প্রায়ই তাঁদের ওয়াই-ফাই পাসওয়ার্ড ভুলে যান। তবে এটিকে কোথাও লিখে রাখাও ঠিক নয়। কিন্তু আর কোনও চিন্তা নেই, কেন না অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব সহজেই এবারে ওয়াই-ফাই পাসওয়ার্ড মনে রাখতে পারবেন।

News18 Bengali

02 06

অ্যান্ড্রয়েড ফোনে নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই পাসওয়ার্ড এবং শেয়ারিংয়ের অপশন রয়েছে। ওয়াই-ফাই পাসওয়ার্ড এবং নেটওয়ার্ক শেয়ারিংয়ের সেটিংস প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই এক। শুধু একটি জিনিস মনে রাখতে হবে যে, ওয়াই-ফাইয়ের বিভিন্ন ক্রেডিন্সিয়াল শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১০ এবং এর বেশি ভার্সনগুলিতেই কাজ করে।

News18 Bengali

03 06

বিগত কয়েক বছরে গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করতে নানা পদ্ধতি যুক্ত করেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই তাঁদের পরিচিত, বন্ধু বা পরিবার ও তাঁদের সহকর্মীদের সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত করার অপশন পেয়েছেন। তবে ওয়াইফাই পাসওয়ার্ড সাধারণত দীর্ঘ এবং জটিল হওয়ায় এটি ফোন বা ট্যাবলেটের মাধ্যমে শেয়ার করাই ভাল।

News18 Bengali

04 06

বিগত কয়েক বছরে গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করতে নানা পদ্ধতি যুক্ত করেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই তাঁদের পরিচিত, বন্ধু বা পরিবার ও তাঁদের সহকর্মীদের সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত করার অপশন পেয়েছেন। তবে ওয়াইফাই পাসওয়ার্ড সাধারণত দীর্ঘ এবং জটিল হওয়ায় এটি ফোন বা ট্যাবলেটের মাধ্যমে শেয়ার করাই ভাল।

News18 Bengali

05 06

অ্যান্ড্রয়েডে ওয়াই-ফাই পাসওয়ার্ড কীভাবে খুঁজে পাওয়া যাবে?প্রথমে অ্যান্ড্রয়েড ফোন খুলে সেটিংস অপশনে যেতে হবে৷ এরপরে নেটওয়ার্ক এবং ইন্টারনেটে যেতে হবে৷ এরপর ইন্টারনেট অপশন সিলেক্ট করতে হবে৷ নির্দিষ্ট ইন্টারনেট লিঙ্ক সিলেক্ট করতে হবে যেটির পাসওয়ার্ড দরকার বা যেটি শেয়ার করা হবে৷ এর পরে শেয়ার বাটনটি নির্বাচন করতে হবে৷ তারপরে কিউআর কোড আইকনের সঙ্গে শেয়ার বাটনটি নির্বাচন করতে হবে৷ এরপর আনলক কোডটি কনফর্ম করতে হবে৷

News18 Bengali

06 06

তবে যদি নতুন কারও সঙ্গে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করতে হয় তাহলে গুগল লেন্স বা ক্যামেরা অ্যাপ দিয়ে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে৷ অ্যান্ড্রয়েড ফোনে কিউআর কোডের নিচেই এটি উপলব্ধ থাকে। তাই মুখে মুখে পাসওয়ার্ড শেয়ার করার বদলে কিউআর কোড বা লিঙ্ক শেয়ারের মাধ্যমে পাসওয়ার্ড শেয়ার করা যেতে পারে।এছাড়াও ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ারের ক্ষেত্রে সরাসরি আইফোন থেকে অ্যান্ড্রয়েডেও শেয়ার করা যেতে পারে।

  • First Published : June 26, 2024, 5:40 pm IST
  • 01 06

    আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যাঁরা প্রায়ই তাঁদের ওয়াই-ফাই পাসওয়ার্ড ভুলে যান। তবে এটিকে কোথাও লিখে রাখাও ঠিক নয়। কিন্তু আর কোনও চিন্তা নেই, কেন না অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব সহজেই এবারে ওয়াই-ফাই পাসওয়ার্ড মনে রাখতে পারবেন।

  • 02 06

    অ্যান্ড্রয়েড ফোনে নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই পাসওয়ার্ড এবং শেয়ারিংয়ের অপশন রয়েছে। ওয়াই-ফাই পাসওয়ার্ড এবং নেটওয়ার্ক শেয়ারিংয়ের সেটিংস প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই এক। শুধু একটি জিনিস মনে রাখতে হবে যে, ওয়াই-ফাইয়ের বিভিন্ন ক্রেডিন্সিয়াল শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১০ এবং এর বেশি ভার্সনগুলিতেই কাজ করে।

  • 03 06

    বিগত কয়েক বছরে গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করতে নানা পদ্ধতি যুক্ত করেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই তাঁদের পরিচিত, বন্ধু বা পরিবার ও তাঁদের সহকর্মীদের সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত করার অপশন পেয়েছেন। তবে ওয়াইফাই পাসওয়ার্ড সাধারণত দীর্ঘ এবং জটিল হওয়ায় এটি ফোন বা ট্যাবলেটের মাধ্যমে শেয়ার করাই ভাল।

  • 04 06

    বিগত কয়েক বছরে গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করতে নানা পদ্ধতি যুক্ত করেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই তাঁদের পরিচিত, বন্ধু বা পরিবার ও তাঁদের সহকর্মীদের সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত করার অপশন পেয়েছেন। তবে ওয়াইফাই পাসওয়ার্ড সাধারণত দীর্ঘ এবং জটিল হওয়ায় এটি ফোন বা ট্যাবলেটের মাধ্যমে শেয়ার করাই ভাল।

  • 05 06

    অ্যান্ড্রয়েডে ওয়াই-ফাই পাসওয়ার্ড কীভাবে খুঁজে পাওয়া যাবে?প্রথমে অ্যান্ড্রয়েড ফোন খুলে সেটিংস অপশনে যেতে হবে৷ এরপরে নেটওয়ার্ক এবং ইন্টারনেটে যেতে হবে৷ এরপর ইন্টারনেট অপশন সিলেক্ট করতে হবে৷ নির্দিষ্ট ইন্টারনেট লিঙ্ক সিলেক্ট করতে হবে যেটির পাসওয়ার্ড দরকার বা যেটি শেয়ার করা হবে৷ এর পরে শেয়ার বাটনটি নির্বাচন করতে হবে৷ তারপরে কিউআর কোড আইকনের সঙ্গে শেয়ার বাটনটি নির্বাচন করতে হবে৷ এরপর আনলক কোডটি কনফর্ম করতে হবে৷ 

  • 06 06

    তবে যদি নতুন কারও সঙ্গে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করতে হয় তাহলে গুগল লেন্স বা ক্যামেরা অ্যাপ দিয়ে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে৷ অ্যান্ড্রয়েড ফোনে কিউআর কোডের নিচেই এটি উপলব্ধ থাকে। তাই মুখে মুখে পাসওয়ার্ড শেয়ার করার বদলে কিউআর কোড বা লিঙ্ক শেয়ারের মাধ্যমে পাসওয়ার্ড শেয়ার করা যেতে পারে।এছাড়াও ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ারের ক্ষেত্রে সরাসরি আইফোন থেকে অ্যান্ড্রয়েডেও শেয়ার করা যেতে পারে।

People are also reading