হোম পিছনে ফিরে যান

চাঁদা না দেয়ায় ফার্মেসি মালিককে হত্যা করলো হাতি

channelionline.com 5 দিন আগে

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কিশোরগঞ্জে চাঁদা না দেয়ায় হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে ফার্মেসি মালিককে হত্যা করেছে। মঙ্গলবার ২ জুন বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাতি মাহুতকে আটক করেছে পুলিশ।

নিহত ফার্মেসী ব্যবসায়ী মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরাইল এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় থেকে বাস স্ট্যান্ড এলাকায় এ আর ফার্মা নামে একটি ফার্মেসি চালাতেন।

আটক হাতির মাহুত রিয়াজুল মোল্লা (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় হাতি দিয়ে চাঁদবাজি করছিলেন রিয়াজুল মোল্লা নামের এই ব্যক্তি। এমন সময় পাশে মাসুদুর রহমানের ফার্মেসিতে চাঁদা চায় হাতি। ফার্মেসি মালিক মাসুদুর রহমান হাতিকে চাঁদা দিতে রাজি হয়নি ও হাতিকে আঘাত করলে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে তাকে আছাড় মারে। এতে মাসুদুর রহমানের নাক ও কান দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। গুরুতর আহত তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ জেলার হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর রহমানের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় হাতি ও হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বিভাগীয় বন কর্মকর্তা আ. ন. ম. আব্দুল ওয়াদুদ জানান, বন বিভাগের অনুমতি নিয়ে হাতি পালনের নিয়ম রয়েছে। তবে হাতি দিয়ে টাকা তোলা বা চাঁদাবাজির কোনো নিয়ম নেই। এগুলো স্থানীয় প্রশাসন দেখে ও দমন করবে।

People are also reading